আলহামদুলিল্লাহ্ এত সুন্দর একটা সকালের জন্য।
লিখেছেন লিখেছেন রাফসান ৩০ জুলাই, ২০১৩, ০৫:২০:২৮ সকাল
আলহামদুলিল্লাহ্ এত সুন্দর একটা সকালের জন্য। আলহামদুলিল্লাহ্ আমি আজো সূর্যোদয়ের সাথে একটা নতুন দিনের শুরু করলাম। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ আমাকে আমার কৃত পাপের জন্য তাৎক্ষনিক শাস্তি না দিয়ে আরেকবার তওবা করার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ আমাকে আজো জীবিত রেখেছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র সকল নেয়ামতের জন্য, যা আমি দেখতে পাই আর যা আমার অগচরে রয়েছে।
ও আল্লাহ্, তুমি অসীম দয়ালু এবং পরম করুণাময়, তুমি প্লিজ আমাদের সকল মানুষকে ক্ষমা করে দিয়ে সঠিক পথে চলার তৌফিক দাও। ও আল্লাহ্, তুমি আমার মা বাবার গুনাহ গুলো মাফ করে দিয়ে তাঁদের খাঁটি মুসলিম বানিয়ে দাও, তাঁদের সম্পূর্ণ সুস্থতা দান করে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ্, তুমি আমার ভাই বোন আত্মীয় স্বজনদের ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল কর।
আল্লাহ্, তুমি সমগ্র মুসলিম উম্মাহর প্রতি রহমত বর্ষণ কর। ও আমার আল্লাহ্.., তুমি ছাড়া আর কেউ নাই যার কাছে আমি দু'হাত তুলে কিছু চাইব। আল্লাহ্গো, একমাত্র তুমি আমাদের সব দিতে পার। আল্লাহ্, তুমি ছাড়া আর কেউ নাই যে আমাদের সর্বাধিক ভালবাসে, তুমি ছাড়া আর কেউ নাই যে আমাদের ক্ষমা করবে। আমাদের পাপের জন্য আমাদের ক্ষমা কর, আল্লাহ্, তুমি জালিমদের হাত থেকে সারা মুসলিম উম্মাহ কে রক্ষা কর, মুসলিম সমাজে খিলাফাত কায়েম করে দাও।
আল্লাহ্, তুমি সমগ্র মানব জাতিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। আল্লাহ্, তুমি সব অসুস্থ মানুষকে সুস্থতা দান কর। ও আমার আল্লাহ্, তুমি সব মানুষের বিপদ দূর কর, সবার অভাব দূর করে দাও। আল্লাহ্, তুমি আমাদের শহীদের মর্যাদায় মৃত্যু দিও। আল্লাহ্, তুমি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে দাও। অত্যাচারীর হাত গুঁড়িয়ে দাও। আল্লাহ্, তুমি সব মুসলিম যারা মারা গেছে তাঁদের কবরের আজাব মাফ করে দাও। ইয়া আল্লাহ্, তুমি আমাদের জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। আমাদের সবার মনের নেক ইচ্ছা পূরণ করে দিও।
আর শেষ বিচারের দিন যখন সূর্য মাথার উপর থাকবে, মগজ টগবগ করে ফুটতে শুরু করবে আর তা বেয়ে নিচের দিকে পড়বে, ও আল্লাহ্ মানুষজন দিক বিদিক হয়ে পানির পিপাসায় ছুটতে থাকবে, এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে... ও আল্লাহ্ সেই দিন তুমি আমাদের তোমার আরশের ছায়ায় আশ্রয় দিও। ও আল্লাহ্ সেইদিন তোমার অনুমতিতে রাসুল (সাঃ) যখন সবার জন্য শাফায়েত করবে তখন তাদের তালিকায় আমাদেরও রেখ। আল্লাহ্ আমাদের সবার জন্য এক খণ্ড জায়গা করে দিও জান্নাতুল ফিরদাউসে। (আমীন)
বিষয়: বিবিধ
৮৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন